
আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ পরীক্ষার পরবর্তী তারিখ কোন দিন অনুষ্ঠিত হবে তা জানা যায়নি।
সোমবার দিনগত রাতে (২২ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাত আড়াইটার পর ফেসবুকে পৃথক পোস্টে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।