
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আশঙ্কাজনক তথ্য জানিয়েছেন, দেশের ব্যাংক খাতের কিছু প্রতিষ্ঠান টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে পড়েছে। রাজধানী ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ম্যাক্রো-ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ইন দ্য ব্যাংকিং সেক্টর’ সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তবে সব ব্যাংকের টিকে থাকা সম্ভব হবে না। কিছু ব্যাংক এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে একক পরিবার বা গোষ্ঠীর কাছে তাদের আমানতের ৮৭ শতাংশ চলে গেছে। এটি ব্যাংক খাতের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের কোনো পরিকল্পনা নেই। তবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সিস্টেমের মধ্যে আন্তঃলেনদেনের সুযোগ সৃষ্টির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংক খাতের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করার কথাও জানান তিনি।
গভর্নর স্পষ্টভাবে উল্লেখ করেন, ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, তবে বিমা কোম্পানি পরিচালনার দায়িত্ব নিতে পারবে।
তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের কঠোর পদক্ষেপ এবং নীতিমালা প্রণয়ন ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অপরিহার্য।
শেয়ার বিজনেস24.কম