ঢাকা   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ডিএসইর পরিচালক পদে নির্বাচন ২৬ ডিসেম্বর

ডিএসইর পরিচালক পদে নির্বাচন ২৬ ডিসেম্বর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম ৫ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এই ৩দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম নিতে পারবেন পরিচালক প্রার্থীরা।

রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

শেয়ার বিজনেস24.কম