
জমে উঠেছে এডুকেশন পরামর্শক প্রতিষ্ঠান মালিক এসোসিয়েশন 'ফ্যাড-ক্যাব' এর নির্বাচনী প্রচার। সিএসবি গ্লোবাল এর সিইও জুলফিকার আলী জুয়েলের নেতৃত্বাধীন ইউনাইটেড ফ্যাড-ক্যাব ফোরাম এবং এম এ কাদির বাবু (ফ্রেন্ডস স্টুডেন্ট কনসালটানটস)- এম মেহেদী হাসান (ভিসা এক্সপার্ট) নেতৃত্বাধীন গণতান্ত্রিক ঐক্য পরিষদ এতে অংশ নিচ্ছে।
এছাড়া সানজেন এডুকেশন এর কর্ণধার মনিরুল হক সেক্রেটারি পদে এককভাবে প্রার্থী হয়েছেন। প্রতিদিনই প্রার্থীরা ছুটছেন ভোটারদের অফিসে অফিসে। ভোট চাচ্ছেন আর আগামীর কর্ম পরিকল্পনা তুলে ধরছেন। হোআটস গ্রুপ, মেসেনজার, ফেসবুকসহ ডিজিটাল মাধ্যমে চলছে প্রচার।
একই সাথে ভোটারদের নিজেদের দলে টানতে খেলাসহ বিভিন্ন ইভেন্ট আয়োজন করছেন তারা।
এর মধ্যে আগামী ২৩ জুলাই পাচ তারকা হোটেলে ইশতেহার প্রকাশ ও মত বিনিময় সভার আয়োজন করেছে ইউনাইটেড ফ্যাড-ক্যাব ফোরাম।
একইদিন অপর পক্ষের আয়োজন থাকছে আরেকটি কনভেনশন সেন্টারে। সব মিলে নিরবাচনকে ঘিরে দারুন এক উৎসবমুখর পরিবেশ কাজ করছে।
নির্বাচন নিয়ে ইউনাইটেড ফ্যাড-ক্যাব ফোরাম এর প্রধান ও প্রেসিডেন্ট প্রার্থী জুলফিকার আলী (জুয়েল) বলেন, দীর্ঘ ১৮ বছর যাবত সততা ও নিষ্ঠার সাথে এডুকেশন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। নেতৃত্ব মানে সেবা, আর সুযোগ মানে দায়িত্ব—এই বিশ্বাস নিয়ে প্রার্থী হয়েছি।
আমার অঙ্গীকার:
✅ দুতাবাস ও ট্রেডকমিশনের সঙ্গে দৃঢ় সম্পর্ক
✅ প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে অগ্রাধিকার
✅ সদস্যদের ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করা
✅ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সিদ্ধান্ত
✅ ব্যবসাবান্ধব পরিবেশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে
✅ দেশে ও বিদেশে ফ্যাড-ক্যাবকে আরও শক্ত অবস্থান তথা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।
আমাদের ফোরামের চাওয়া—আমরা যেন একসঙ্গে এমন একটি সংগঠন গড়ে তুলতে পারি, যেখানে মতের ভিন্নতা থাকলেও লক্ষ্য থাকবে অভিন্ন: সকলের কল্যাণ ও সংগঠনের সার্বিক অগ্রগতি। আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ।
ভাইস প্রেসিডেন্ট-২ পদে এ ফোরামের প্রার্থী ও ডিসিএস এডুকেয়ার এর সিইও রেজাউল করীম রেজা বলেন, আমরা বিজয়ী হলে দেশ ও দেশের বাইরে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দুতাবাসসমুহ, সর্বোপরি বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক বাড়ানোর সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। এই ট্রেডের সম্মান ও সদস্যদের ব্যবসায়িক সুরক্ষা নিশ্চিত করা হবে প্রাথমিক লক্ষ্য। আশা করি ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন।
এনএস /এনআই/ ১৫ জুলাই ২০২৫ ইং