
পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভারি বৃষ্টিপাতের ফলে এক সপ্তাহে ৬৪ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।
সরকারি সংস্থাটির তথ্য অনুসারে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে ১০ শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।
এর মধ্যে ১৪ জন গত সপ্তাহে সোয়াত ভ্যালিতে হওয়া আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ভারি বৃষ্টিতে হওয়া আকস্মিক বন্যা ও ভবন ধসে পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে ১১ শিশুসহ ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ১৫ জন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পাঁচজন নিহত হয়েছে।
এদিকে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যা আগামী শনিবার পর্যন্ত চলার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগ।
মে মাসে পাকিস্তানে তীব্র ঝড়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়। সেই সঙ্গে বসন্তকালে তীব্র শিলাবৃষ্টিসহ বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনা ঘটে।
পাকিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। দেশটির সাড়ে ২৫ কোটির বেশি বাসিন্দা ক্রমবর্ধমান চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে।
মৌসুমি বন্যায় ২০২২ সালে পাকিস্তানের এক-তৃতীয়াংশ ডুবে যায় ও এক হাজার ৭০০ জন নিহত হয়।
সূত্র : এএফপি