
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপস নয় বলে ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। শনিবার রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
এ সময় তিনি অন্য দল ও সংগঠনগুলোকেও আওয়ামী লীগবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নুরুল হক অভিযোগ করেন, সরকার গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং ছাত্র প্রতিনিধিরা সরকারের অংশ হয়েও এত দিন নিষিদ্ধের দাবিতে কার্যকর ভূমিকা রাখেননি। তাঁর ভাষায়, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বিপ্লবীরা।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ শুধু আগামী নির্বাচন নয়, ভবিষ্যতের কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না। তিনি জাতীয় সংলাপ ডেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দলটি নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট দল’ আখ্যা দিয়ে নিষি