ঢাকা   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্রাজেডি ইউসেপের উদ্যোগে রক্তদান কর্মসূচি 

মাইলস্টোন ট্রাজেডি ইউসেপের উদ্যোগে রক্তদান কর্মসূচি 

ভয়াবহ মাইলস্টোন ট্রাজেডির পর বেঁচে থাকা শিশুদের চিকিৎসার জন্য  গতকাল (২২ জুলাই ২০২৫) রোজ মঙ্গলবার ইউসেপ বাংলাদেশ এর উদ্যোগে ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় ইউসেপ প্রধান কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হয়।        

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: সৈয়দা মাসুমা রহমান।                                 

তিনি বলেন, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন নিরলস ভাবে থ্যালাসেমিয়া রোগীদের  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মাইলস্টোন ট্রাজেডির কারণে ইউসেপ বাংলাদেশ সহযোগিতা চাওয়া মাত্রই আমার কর্মী বাহিনীসহ হাজির হয়েছি।

 রক্তদান একটি মহৎ উদ্যোগ। যুবাদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমার দানকৃত এক ব্যাগ রক্ত একটি শিশুর প্রাণ রক্ষা করবে। কর্মসূচির উদ্বোধন করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. মো: আবদুল করিম।         

তিনি ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। যেসব শিশুরা বেঁচে আছে তারা সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে মা বাবার কোলে ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।        

তাদের চিকিৎসা সহায়তার জন্য বিপুল সংখ্যক ইউসেপ শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদানে  এগিয়ে আশায় তিনি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।            
বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ কাজে সহায়তার হাত বাড়ানোর জন্য তাদের প্রতিও  কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের পরিচালক বৃন্দ, বাংলাদেশ থ্যালাসেমিয়া  ফাউন্ডেশনের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীবৃন্দ। রক্তদান কর্মসূচির প্রথম পর্বে নেগেটিভ গ্রুপসহ ৬৬ ব্যাগ রক্ত সংগৃহীত হয়।            

শেয়ার বিজনেস২৪,কম/ এনআই/২৩ জুলাই ২০২৫