
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উদয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসমাবেশ হয়।
এসময় উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব আব্দুল বারী।
বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন অফিস-আদালতে সম্মান ফিরে আসার পরিবেশ তৈরিতে কাজ করবো। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবো ইনশাআল্লাহ। দলীয় নমিনেশন পেলে এবং নির্বাচিত হলে শহরকেন্দ্রিক গ্রাম গড়ে তোলা হবে। ইতোমধ্যে সাধারণ মানুষের কল্যাণে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সাবেক সচিব আব্দুল বারী সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বিএনপি নেতা মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম প্রমুখ।