
দেশপ্রেম, শৃঙ্খলা ও সাহসিকতার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ এসেছে আবারও। সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোরে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেবে সেনাবাহিনী। আগ্রহীরা আবেদন করতে পারবেন ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত।
এবার ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) ও ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি) কোরে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন ৫৭ কেজি এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি ও ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে। বিবাহিত ও অবিবাহিত—উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অনলাইনে সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা টেলিটক, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ কিংবা ভিসা/মাস্টারকার্ডের মাধ্যমে জমা দিতে হবে।
একনজরে
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোরের নাম: সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোর
পদের নাম: ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) এবং ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি)
উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি ও নারী ৫ ফুট ১ ইঞ্চি
ওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজি
বুক: পুরুষের ৩০ (স্বাভাবিক)-৩২ ইঞ্চি (প্রসারণ), নারীর ২৮ (স্বাভাবিক)-৩০ ইঞ্চি(প্রসারণ)
বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুণ: