ঢাকা   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

"তিন মাসেই ১২৯ কোটি টাকার বিমা দাবি গার্ডিয়ান লাইফে

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ৪ জুলাই ২০২৫

সর্বশেষ

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ান লাইফ ১২৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। ২০২৪ সালের একই সময়ের তুলনায় যা ৩৪ শতাংশ বেশি। ২০২৪ সালে গার্ডিয়ান লাইফ মোট ৪৩৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে। সেই সঙ্গে ব্যাংকাসুরেন্সেও ভালো করেছে কোম্পানিটি। খবর বিজ্ঞপ্তি

দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতি রক্ষা করে বর্তমানে প্রতিষ্ঠানটি ৯৫ শতাংশ দাবি মাত্র তিন কর্মদিবসে নিষ্পত্তি করছে। সময় আরও কমাতে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের ১ কোটি ২৬ লাখ মানুষ গার্ডিয়ান লাইফের বিমা সুরক্ষা উপভোগ করছেন। এর মধ্যে আছে ৫০০-র বেশি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী বাহিনী। প্রতিষ্ঠানটি খুচরা, মাইক্রো ইনস্যুরেন্স, ডিজিটাল ও গ্রুপ বিমা—এই চার ধরনের বিমা সেবা দিচ্ছে।

২০২৪ সালের মার্চ মাসে ব্যাংকাস্যুরেন্স চালুর পর এ খাতেও দ্রুত এগিয়ে আসে গার্ডিয়ান। বাজার গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকাস্যুরেন্স খাতে মোট বিক্রয়ের ৭৯ শতাংশ করেছে গার্ডিয়ান লাইফ।

ব্যাংকাস্যুরেন্স প্রক্রিয়া আরও কার্যকর ও ঝামেলাবিহীন করতে গার্ডিয়ান এসটিপি প্ল্যাটফর্ম চালু করেছে। সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিমা সেবা নিতে পারছেন, বাড়তি দাপ্তরিক জটিলতা ছাড়াই।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স ইনস্যুরটেক, মাইক্রোইনস্যুরেন্স ও ব্যাংকাস্যুরেন্সের মতো খাতগুলোতে উদ্ভাবনের মাধ্যমে দেশের বিমা খাতকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলছে। কোটি মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক, সহজপ্রাপ্য ও আধুনিক বিমা সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ