ঢাকা   শনিবার ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

কানাডায় নৌকাডুবিতে টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিবের মর্মান্তিক মৃত্যু

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৩১, ৯ জুন ২০২৫

কানাডায় নৌকাডুবিতে টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিবের মর্মান্তিক মৃত্যু

প্রবাসে ঈদের ছুটি কাটাতে গিয়ে কানাডার একটি লেকে নৌকাডুবিতে প্রাণ হারালেন দেশের পোশাক খাতের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দুর্ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট সাইফুজ জামানও মৃত্যুবরণ করেন।

রাকিব ছিলেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি। প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনি পোশাকশিল্পের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

রাকিবের বাল্যবন্ধু ও স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ জানান, কানাডার স্থানীয় সময় রোববার বিকেলে রাকিব তাঁর ছেলে ও বন্ধু পাইলট সাইফুজ জামানকে নিয়ে স্টারজিয়ন লেকে নৌকা চালাতে গেলে দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রাকিব ও সাইফুজ পারেননি। সাইফুজ কিছুটা তীরে পৌঁছেও শেষরক্ষা পাননি। প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকারীরা রাকিবের মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের আগে রাকিব ঢাকা থেকে কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দেন। সেখান থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত স্টারজিয়ন লেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন তিনি। সাইফুজ জামান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুধু পোশাক নয়, রাকিবের টিম গ্রুপের ব্যবসা ওষুধ, আবাসন ও তথ্যপ্রযুক্তিতেও বিস্তৃত। তাঁদের সহযোগী ব্র্যান্ড ‘Twelve’ তরুণদের পোশাকে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

রাকিবের বড় ভাই আব্দুল্লাহ হিল নাকিব জানান, কানাডার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার মরদেহ দেশে আসবে। শুক্রবার রাতে দেশে পৌঁছানোর পর শনিবার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

রাকিবের এই অকাল মৃত্যুতে দেশের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তাঁকে একজন দূরদর্শী, উদ্যমী এবং মানবিক উদ্যোক্তা হিসেবে স্মরণ করছেন।