ঢাকা   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ফ্যাকড ক্যাব নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি জুয়েল, সেক্রেটারি মেহেদী        

শিক্ষা

নূরনবী সিদ্দিক সুইন

প্রকাশিত: ২০:৫৬, ২৭ জুলাই ২০২৫

ফ্যাকড ক্যাব নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি জুয়েল, সেক্রেটারি মেহেদী        

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানসমূহের সংগঠন ফ্যাকড ক্যাব এর ২০২৫-২০২৭ মেয়াদে কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আজ হোটেল দ্য ইন্টার কন্টিনেন্টালে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট পদে  ১৬৬ ভোট পেয়ে ইউনাইটেড ফ্যাকডক্যাব ফোরামের জুলফিকার আলী জুয়েল এবং সেক্রেটারি পদে গণতান্ত্রিক ঐক্য পরিষদের মেহেদী হাসান। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন যথাক্রমে আব্দুল কাদির খান বাবু ( ১১০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক ( ৯৬ ভোট)। মোট ২৫টি পদের মধ্যে ইউনাইটেড ফ্যাকড ক্যাব ফোরাম পেয়েছে ৬টি। অন্য প্যানেল ১৯টি পদে জয় পেয়েছে। 

যারা বিজয়ী হলেন-    সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে- মো বশির আহমেদ; ভাইস প্রেসিডেন্ট -১ পদে রবিউল হুসাইন; ভাইস প্রেসিডেন্ট- ২ পদে ডিসিএস এডুকেয়ার এর মো রেজাউল করিম রেজা; ভাইস প্রেসিডেন্ট -৩ পদে জি এম ফারুক স্বপন; জয়েন্ট সেক্রেটারি -০১ পদে মো মাসুদ পারভেজ সম্রাট; জয়েন্ট সেক্রেটারি -২ পদে মো মাজহারুল ইসলাম অপু; জয়েন্ট সেক্রেটারি -৩ পদে মো মোস্তফা জামান; জয়েন্ট সেক্রেটারি- ৪ পদে সৈয়দ আহমদ চন্দন; অর্গানাইজিং সেক্রেটারি -১ পদে  মো সোলায়মান; অর্গানাইজিং সেক্রেটারি -২ পদে মোহম্মদ মাহফুজুর রহমান; ইন্টারন্যাশনাল রিলেশন্স সেক্রেটারি পদে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান; ফিনান্স সেক্রেটারি পদে রাজীব কুমার ভদ্র রূপক; কালচারাল এন্ড ইভেন্টস সেক্রেটারি পদে মোহাম্মদ মাহমুদুল হাসান; পিআর এন্ড কমিউনিকেশন সেক্রেটারি পদে মো সানাউল্লাহ; অফিস সেক্রেটারি পদে মেহেদী হাসান; লিগ্যাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি পদে এরশাদ আহম্মদ নিশান; রিসার্স এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে প্রকৌশলী শেখ সাইফউদ্দিন আহমেদ; আইসিটি সেক্রেটারি পদে সামিয়াল হাসান খান; এবং নির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ সালেহ চৌধুরী; মোঃ সোলাইমান; মোঃ রাসেল মিয়া; আনিসুজ্জামান কিরণ ও মো মাসুদ রানা।                                       

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট চলে। পরে শুরু হয় ভোট গণনা। মোট ২৯৬ জন ভোটারের মধ্যে ২৭৭ জন ভোট প্রদান করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আতিকুর রহমান। অন্য দুই কমিশনার হলেন- ড. মো মাহফুজ হাফিজ ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম। আপিল বোর্ড চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো মহসীন কবির। বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। এছাড়াও পরিবেশ সুস্থ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

শেয়ারবিজনেস২৪.কম/ এনআই/ ২৭ জুলাই ২০২৫।