
জুলাই গণঅভ্যুত্থানের সরকারি ছুটি থাকায় মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পন্যবাহী ট্রাক।
আমদানি রপ্তানি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার।
বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আজ সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি-বাণিজ্য বন্ধ থাকবে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় উভয় বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশতে বাংলাদেশের শতভাগ গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।
বেনাপোল স্থল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস। এই দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময়ে ভারতীয় খালি ট্রাকগুলো সেদেশে ফেরত যেতে পারবে।
তিনি আরো জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে দু'দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।