
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে চোরাচালানের উদ্দেশ্যে মজুত করা ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
এরআগে গত সোমবার রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, মো. বাদশা মিয়া নামে ওই ব্যবসায়ীর ঘরে রাখা সারগুলো ছিল বিসিআইসির ডিলার ননি গোপাল সরকারের। ডিলার কর্তৃক উত্তোলনের পর ঢাকা মেট্রো নম্বর ১৯-৫৯৮৫ ট্রাকে করে তা স্থানান্তর করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে এগুলো কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে কৃষি বিভাগ।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির জানান, গতকাল রাতেই জব্দ করা সারগুলো আমাদের জিম্মায় রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। ইউএনও বাইরে আছেন, ফিরলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।