
রাজধানী ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগে। এক ঘণ্টার কিছু বেশি সময় পর বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস খুদে বার্তায় জানিয়েছে, সুন্দরবন স্কয়ার মার্কেট ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় বিভিন্ন দোকান রয়েছে। এসব দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়।