ঢাকা   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নেত্রকোণায় প্রকল্পে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণায় প্রকল্পে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে আশুজিয়া ইউনিয়নের মুল ফটকের সামনে ভিজিডি, ভিজিএফ, টিসিবিসহ গ্রামীণ অবকাঠামো প্রকল্পের নানান অনিয়ম ও আর্থিক লেনদেনে দুর্নীতির অভিয়োগ তুলে এই কর্মসূচি পালন করেন ভূক্তোভোগীরা।

 ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও স্থানীয় বাসিন্দা হুমায়ূন রায়হান, স্থানীয় বাসিন্দা আবুল কালাম, জুয়েল আহমেদ, বছির আহমেদসহ অনেকেই। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আশুজিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের পর থেকে ভিজিডি, ভিজিএফ, টিসিবি কার্ড বিতরণে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নামে কাজ না করেই অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ।  বক্তারা এর প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে যথাযথ আইন গ্রহণের দাবি জানান।