ঢাকা   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

 দুই সন্তানের মায়ের বাঁচার আর্তি—চলুন পাশে দাঁড়াই

 দুই সন্তানের মায়ের বাঁচার আর্তি—চলুন পাশে দাঁড়াই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ ব্যাচের মো. শফিকুল ইসলামের স্ত্রী জটিল প্রকারের ‘স্তন ক্যান্সারে’ আক্রান্ত। এরইমধ্যে ঢাকায় ও ভারতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয়েছে কেমোথেরাপি। ৭ ও ৪ বয়সী স্কুলগামী দুটি সন্তানের মা। ক্যান্সারে আক্রান্ত ওই মায়ের নিজের বয়সও মাত্র ৩৮। জীবনের এ পর্যায়ে হঠাৎ করে এ ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হয়ে জীবনের আশা-নিরাশার দোলাচলে কাটছে সময়। 

মধ্যবিত্ত পরিবারের শফিকও হঠাৎ নেমে আসা এ ঝড়ে যতটা পারছে তার সর্বোচ্চ করে যাচ্ছে। শাশুড়ির  অসুস্থতায়, মেয়ে-ছেলের পড়াশোনা করাতে নিজে স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে, আবার চাকরি করবে, বউকে নিয়ে ডাক্তার, মেডিকেল, কেমোর পেছনে ছুঁটবে সবই যেন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে ওর জন্য। বুঝতেই পারছে না মহান আল্লাহ কেন এ পরীক্ষার মধ্যে ফেললো ওকে। 

চলতি জুলাই পর্যন্ত ব্যয়বহুল চিকিৎসা ওর সীমিত সাধ্যে করতে পারবে এমনটা বিশ্বাস ওর। এরইমধ্যে খরচ হয়ে গেছে প্রায় ১৫ লাখ টাকাও। কিন্তু আগস্ট ও এরপর থেকে ও যে আর পারবে না এ চিকিৎসা চালিয়ে যেতে। কমপক্ষে ওই সময় খরচ হবে আরও ৪০ লাখ টাকা। তাই মন সায় না দিলেও কাছের বন্ধু-বান্ধবদের কাছে জানিয়েছে এ অসহায়ত্বের কথা। 

তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধবদের পক্ষ থেকে বোনটির চিকিৎসায় অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি আপনিও এ উদ্যোগে যুক্ত হবেন। সবার 
সহযোগিতায় সুস্থ হয়ে উঠুক ওই মা। বেঁচে থাকুক মানবতা।

অর্থ সহায়তা পাঠানোর ব্যাংক- মো, শফিকুল ইসলাম, হিসাব নং- ২২৫১৬৯৯৬১০০০১. 

সিটি ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখা, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ। 
রাউটিং নং- ২২৫২৭৫৩৫৭।  

ফোন/ পার্সোনাল বিকাশ নং- ০১৭১২২৪২৩৫৯                

শেয়ার বিজনেস ২৪,কম/ এনআই/ ২০ জুলাই ২০২৫