
নেত্রকোণা জেলা শহরের রাজু’র বাজার এলাকায় ট্রেনের কাটা পড়ে ব্যক্তির মৃত্যু অজ্ঞাত হয়েছে। শুক্রবার (১৮জুলাই) ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য মো. আঙ্গুর মিয়া।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেন শুক্রবার ভোররাতে জেলা শহরের রাজু’র বাজার এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনাটা ঘটে। স্থানীয় বাসিন্দা ও নেত্রকোণা সাতপাই রেলওয়ে বড় স্টেশনের কর্মরত কর্মকর্তার মাধ্যমে সকাল আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তিনি আরও জানান, নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলওয়ে স্টেশন চত্বরে মরদেহটি রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবার বা স্বজনদের খোঁজ খবর পাওয়া যায়নি।