ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

গ্রামবাংলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭, ১৭ জুলাই ২০২৫

সর্বশেষ

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে পলাশবাড়ির চারমাথা মোড়ে অবস্থায় নেয় নেতাকর্মীরা। তারপরেই তারা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

এদিন এনসিপি নেতাকর্মীদের সারাদেশের ব্লকেড ঘোষণার পরপরই এ উপজেলার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশবাড়ির ছাত্র-জনতাকে পলাশবাড়ি চারমাথা মোড়ে জরো হওয়ার আহবান জানান। এর পরেই তারা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কে বিভিন্ন স্লোগানে মিছিল করেন। তবে, বিক্ষোভে খুব বেশি নেতাকর্মী চোখে পড়েনি।

এসময় বিক্ষোভ কারীরা রক্তে আগুন লেগেছে. হাসান-সারজিসের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে পলাশবাড়ি চারমাথা মোড়ে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে তারা মহাসড়কে মিছিল বের করলে তা ধীরে ধীরে শিথিল হতে থাকে।

সর্বশেষ