
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরের ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক দিনে ২৩ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা চলতি মৌসুমে এটিই প্রথম।
জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ২৩ জনের ডেঙ্গু পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন বর্ষা মৌসুম,তাই ডেঙ্গুর ঝুঁকি বেশি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১০ জন নারী। এ নিয়ে জুলাই মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হলো ১৪১ জন। এ বছর মোট আক্রান্ত ৫৮৬ জন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন।
তবে প্রতিটি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র থেকে ডেঙ্গুতে আক্রান্তের প্রতিবেদন নিয়মিত সিভিল সার্জন কার্যালয়ে যায় না। এ জন্য ডেঙ্গুতে আক্রান্তের সঠিক চিত্র এর চেয়ে বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।