
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, উত্তরা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি।
কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
অন্যদিকে, উত্তরা ব্যাংকের বোর্ড সভা , আইসিবি ইসলামিক ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্স চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে।
কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের বোর্ড সভা ২০ জুলাই, দুপুর আড়াইটায়, উত্তরা ব্যাংকের ১৬ জুলাই বিকাল ৩টায়, আইসিবি ইসলামিক ব্যাংকের ১৫ জুলাই বিকাল ৫টায় এবং বাংলাদেশ ফাইন্যান্সের ১৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।