ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কোনো সম্প্রদায়কে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রীতম দাশ

গ্রামবাংলা

প্রতিনিধি,মৌলভীবাজার

প্রকাশিত: ১০:০৮, ৬ জুলাই ২০২৫

কোনো সম্প্রদায়কে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রীতম দাশ

আমাদের জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা শহীদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সকল ধর্ম ও সকল বর্ণের মানুষ মিলে বসবাস করবো। আমাদের আগামী দিনের সকল অনুষ্ঠান উৎসবমূখর হয়ে উঠবে, আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করবো।

মৌলভীবাজারের কমলগঞ্জের উল্টোরথ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রীতম দাশ।

প্রীতম দাশ বলেন, আমাদের হচ্ছে দেহ রথ, আমরা তার সারথী। তেমনি রাষ্ট্র হচ্ছে রথ, আর সরকার সেই রথ বহন করে। আমরা এমন এক দেশে বসবাস করি, যেখানে আমরা সকল ধর্ম সকল মতের মানুষ সকল সম্প্রদায় একসাথে মিলে মিশে বসবাস করে। আমরা এ দেশে আমাদের অধিকার সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে দেশে বসবাস করতে চাই। আমরা বিগত দিনে এই রাষ্ট্র গঠন করতে পারি নাই। 

আমাদের মানুষে মানুষে বিভেদ ছিল, বিভাজন ছিল। সেই সকল বিভেদ সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই। আমি সরকারে প্রতি আহব্বান জানাবো, আমরা যেন আমাদের ধর্ম সংস্কৃতি সহ মানবিক মূল্যবোধ দিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করতে পারি। একটা উনক্লুসিভ রাষ্ট গঠন করতে পারি।সেই জন্য আমাদের হিন্দু মুসলিম সহ সবাই আমরা এই বাংলাদেশের একি সুতায় হাতেহাত মিলিয়ে,কাদেঁ কাদে মিলিয়ে বসবাস করবো।