ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আশুরার তাজিয়া মিছিল শুরু হোসেনি দালান থেকে

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪০, ৬ জুলাই ২০২৫

আশুরার তাজিয়া মিছিল শুরু হোসেনি দালান থেকে

কালো পাঞ্জাবি পরে, খালি পায়ে, মাথায় কালো পতাকা বেঁধে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে বের হয়েছে তাজিয়া মিছিল। আজ রোববার সকাল ১০টার দিকে পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়।

মিছিল উপলক্ষে ঐতিহাসিক ইমামবাড়ায় ভোর থেকেই শিয়া সম্প্রদায়ের মানুষের ভিড় বাড়তে থাকে। হোসেনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি যাবে ধানমন্ডি পর্যন্ত। এতে অংশ নিয়েছে হাজারো মানুষ।

মিছিলে অংশ নেওয়া পুরান ঢাকার বাসিন্দা মো. ইমন গণমাধ্যম কে  বলেন, ‘ইমাম হোসেন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে এই দিনে শহীদ হন। শোক পালনের উদ্দেশে এই মিছিল অংশ নিতে এসেছি।’

হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলের আয়োজক হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী গণমাধ্যম কে  বলেন, ‘কয়েক শ বছর ধরে এই মিছিল হয়ে আসছে। এই শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়।’

সরেজমিনে দেখা যায়, তাজিয়া মিছিলে অংশ নেওয়া তরুণেরা কালো পোশাক পরেছেন, যা শোক প্রকাশের প্রতীক। মিছিলে অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়া। মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।


তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করতে মিছিলের সামনে-পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

আজ ১০ মহররম। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন আজ। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।