ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই পরিচ্ছন্নতাকর্মীর

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪৪, ৬ জুলাই ২০২৫

খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই পরিচ্ছন্নতাকর্মীর

রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানটি তাঁদের চাপা দেয়।

লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা হয়। নিহত ব্যক্তিরা হলেন, আশরাফ আলী (৪৫) ও নেহার বেগম (৪০)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন গণমাধ্যম কে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান রাস্তা পার হওয়ার সময় আশরাফ আলী ও নেহার বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাসংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।