ঢাকা   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বিকাশ অ্যাপে এক ট্যাপেই মোবাইল রিচার্জ এখন সহজ

বিকাশ অ্যাপে এক ট্যাপেই মোবাইল রিচার্জ এখন সহজ

গ্রাহকের মুঠোফোন রিচার্জ সেবা ঝামেলাবিহীন করতে ‘এক ট্যাপ’ নামে নতুন একটি সেবা যুক্ত করেছে বিকাশ অ্যাপ। এর ফলে পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়াই বিকাশ অ্যাপ থেকে মাত্র একটি চাপ বা ক্লিকেই (এক ট্যাপ) নিজের নিবন্ধিত মুঠোফোন নম্বরে টাকা রিচার্জ করা যাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ জানায়, বিকাশের বহুল ব্যবহৃত মুঠোফোন রিচার্জ সেবাকে আরও বেশি গ্রাহকবান্ধব করতে নতুন এই এক ট্যাপ পদ্ধতি যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীর সময় ও কাজ দুটিই কমাবে।

সম্প্রতি চালু হওয়া এই এক ট্যাপ পদ্ধতিতে গ্রাহকেরা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত মুঠোফোন রিচার্জ করতে পারছেন। ফলে বিকাশ অ্যাপ থেকে নিজের মুঠোফোন রিচার্জ হয়েছে নিরবচ্ছিন্ন ও সময় সাশ্রয়ী।

বিকাশ মনে করে সব মোবাইল অপারেটরের রিচার্জের ক্ষেত্রে গ্রাহকেরা এই এক ট্যাপ সেবাটি নিতে পারছেন। এতে ডিজিটাল লেনদেনে গ্রাহকের অভ্যস্ততা ও আস্থা আরও বাড়বে। সেই সঙ্গে তাঁদের জন্য আরও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

রিচার্জের পদ্ধতি

এক ট্যাপ মুঠোফোন রিচার্জ চালু করতে আপনার বিকাশ অ্যাপ থেকে প্রথমবার সেবা চালুর সম্মতি দিতে হবে। বিকাশ অ্যাপের মুঠোফোন রিচার্জ আইকনে ক্লিক করলে গ্রাহক নম্বরের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে নিজের নম্বর নির্বাচন করলে এক ট্যাপ মুঠোফোন রিচার্জ চালুর জন্য সম্মতি চাইবে। সম্মতি দিয়ে এগিয়ে গেলেই পিন ছাড়া এক ট্যাপ রিচার্জ পদ্ধতি চালু হয়ে যাবে। এরপর প্রতিবার কেবল নম্বর বাছাই করে ও টাকার পরিমাণ লিখে ট্যাপ করলেই রিচার্জ হয়ে যাবে।

সেবাটির মাধ্যমে বিভিন্ন প্যাক বা অফারের জন্যও রিচার্জ করা যাবে। এ ধরনের রিচার্জ করতে চাইলে নম্বর ট্যাপ করে পরের স্ক্রিনে ইন্টারনেট, মিনিট, বান্ডিল ইত্যাদি অফার দেখা যাবে। সেখান থেকে পছন্দসই প্যাক নির্বাচন করতে হবে। পরের ধাপে একই পদ্ধতিতে (টাকা রিচার্জের মতো করে) এক ট্যাপেই রিচার্জ করা যাবে। কোনো কুপন থাকলে তা–ও এক ট্যাপ রিচার্জ পদ্ধতিতে ব্যবহার করা যাবে।

গ্রাহক চাইলে এক ট্যাপ মুঠোফোন রিচার্জ পদ্ধতি বাতিল করে আবার আগের অবস্থায় ফেরত যেতে পারবেন। এ জন্য চাইলে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের প্রোফাইল অপশনে যেতে হবে। সেখান থেকে এক ট্যাপ লেনদেন সিলেক্ট করে সেটি বন্ধ বা ডিজঅ্যাবলড করে দিতে হবে। পরবর্তী সময় চাইলে গ্রাহকেরা নিজের প্রোফাইল থেকেই সেবাটি পুনরায় চালু করতে পারবেন।

বিকাশ জানায়, গ্রাহকের মুঠোফোন রিচার্জ সেবা ঝামেলাবিহীন করতে অটো পে, অটো রিচার্জ, মাই অফার, বিভিন্ন ধরনের প্যাকেজসহ নানা সুবিধা যুক্ত আছে বিকাশ অ্যাপে। নিজের বা প্রিয়জনের মুঠোফোন রিচার্জের ক্ষেত্রে এ ধরনের সুবিধাগুলো নিরবচ্ছিন্নভাবে মুঠোফোন ব্যবহারের সুযোগ করে দিয়েছে।