
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর উদ্যোগে "বাংলাদেশ ব্যাংক কম্প্রেহেনসিভ ইন্সপেকশন কমপ্লায়েন্স" শীর্ষক বিশেষায়িত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমিতে শনিবার (৫ জুলাই) দিনব্যাপী বিশেষায়িত এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ), ঢাকা অফিসের নির্বাহী পরিচালক মোঃ হানিফ মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
উদ্বোধনী বক্তব্যে, বিবিটিএ-এর নির্বাহী পরিচালক মোঃ হানিফ মিয়া ব্যাংকিং খাতের সকল স্তরে কমপ্লায়েন্স এবং প্রাতিষ্ঠানিক সততার সংস্কৃতি গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কেবল একটি রেগুলেটরি আনুষ্ঠানিকতা নয়, বরং আর্থিক ব্যবস্থার মধ্যে স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি কৌশলগত তদারকির হাতিয়ার। তিনি অংশগ্রহণকারীদের প্রাতিষ্ঠানিক ঝুঁকি হ্রাস এবং পরিচালনা দক্ষতা বৃদ্ধির জন্য সক্রিয়, ডকুমেন্টেশন-কেন্দ্রিক এবং নিয়ন্ত্রক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার আহ্বান জানান।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংক এবং বিবিটিএ-কে তাদের অব্যাহত নির্দেশনা এবং ব্যাংকের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিষয়টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কমিউনিটি ব্যাংকের পরিচালন কৌশলের একটি মূল ভিত্তি হল পরিচালনগত দক্ষতা এবং রেগুলেটরি ইনস্পেকশন এর এই প্রশিক্ষণ ব্যাংকের সেই পরিচালনকে আরও গতিশীল করবে । তিনি অংশগ্রহণকারীদের- বিশেষ করে শাখা ব্যবস্থাপক এবং কমপ্লায়েন্স এর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের, তাদের নিজ নিজ ইউনিটে অর্জিত জ্ঞানকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য উৎসাহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিবিটিএ-এর যুগ্ম পরিচালক মোঃ ফরহাদ হোসেনও উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর, তিনি বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পারসন হিসেবে শাখা এবং প্রধান কার্যালয়ে পরিদর্শন বিষয় , ডকুমেন্টেশন প্রোটোকল, প্রধান ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়সহ পরিদর্শন থেকে প্রাপ্ত তথ্যের সমাধান কৌশলগুলির মতো বিষয়গুলি নিয়ে সুনির্দিষ্ট ও প্রযুক্তিগত অবস্থান থেকে আলোচনা করেন।
এই উদ্যোগটি কর্মক্ষেত্রে ক্রমাগত প্রশিক্ষন এবং ব্যাংকিং উৎকর্ষতার প্রতি কমিউনিটি ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ।