আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরও ঊর্ধ্বমুখী ছিল। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ দেখা গেছে চারটি খাতের শেয়ারে। এর ফলে এদিন ডিএসইতে এসব চার খাতের কোনো কোম্পানির শেয়ারের দর কমেনি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে থাকা খাতগুলো হলো— সিমেন্ট, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ ও অবকাশ।
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের মোট ৭টি কোম্পানির মধ্যে এদিন ৬টির শেয়ারের দর বেড়েছে এবং একটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এ খাতের মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে মেঘনা সিমেন্ট-এর। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮১ হাজার টাকার।
সেবা ও আবাসন খাতের চারটি কোম্পানির শেয়ার দরই এদিন বেড়েছে। এই খাতের মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সাইফ পাওয়ারটেক-এর। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ২ দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ লাখ ৭৮ হাজার টাকার।
টেলিকমিউনিকেশন খাতের তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার দরই এদিন ঊর্ধ্বমুখী ছিল। এ খাতের মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস-এর। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ০ দশমিক ৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩২ টাকা ২০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭ লাখ ৬৩ হাজার টাকার।
ভ্রমণ ও অবকাশ খাতের পাঁচটি কোম্পানির মধ্যে লেনদেন হওয়া চারটির শেয়ারের দর বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সি পার্ল হোটেল-এর। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৭০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকার।
























