ঢাকা   সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বাজারে গতি ফেরাল কারা? মার্কেট মুভারে নেতৃত্ব বদল

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বাজারে গতি ফেরাল কারা? মার্কেট মুভারে নেতৃত্ব বদল

আগের দিনের ধারাবাহিকতায় আজও (১৯ জানুয়ারি ২০২৬) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার ডিএসইর লেনদেন তালিকা বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ছয়টি কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মার্কেট মুভারে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, আনোয়ার গালভানাইজিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং শাহজীবাজার পাওয়ার কোম্পানি।


এই ছয় কোম্পানির মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৮৭ লাখ ৬ হাজার টাকা। এদিন শেয়ারটির দর অপরিবর্তিত থেকে সর্বশেষ ৩০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। লেনদেনের সময় শেয়ারটির দর ৩০ টাকা ৬০ পয়সা থেকে ৩১ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭৪ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৩৫৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৬৯ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।

তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬৩ লাখ ৬ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৮০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৪৫ টাকা ৫০ পয়সা থেকে ৪৮ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।


অন্য তিন কোম্পানির মধ্যে— আনোয়ার গালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ কোটি ৮ লাখ ৫২ হাজার টাকা এবং শাহজীবাজার পাওয়ার কোম্পানির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা।
 

সর্বশেষ