আগের দিনের মত আজও (১৯ জানুয়ারি’২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৯২ পয়েন্টে, যা বাজারের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশ বাড়িয়েছে। আর এই প্রত্যাশার বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, লাফার্জহোলসিম, ওয়ালটন হাইটেক, রেনেটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড এবং বিকন ফার্মা। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচকে ৩২ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটি প্রায় ৮ পয়েন্ট পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ২.০৪ শতাংশ বেড়ে ২১০ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ২১০ টাকা ৯০ পয়সা থেকে ২১৫ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১৯ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটি ৮ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৪.১৪ শতাংশ বেড়ে ১১৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ১১০ টাকা ৭০ পয়সা থেকে ১১৬ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১০ কোটি ৮২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ৫ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১.৮৭ শতাংশ বেড়ে ৭১ টাকায় দাঁড়িয়েছে। এদিন শেয়ারটির দর ৬৯ টাকা ৪০ পয়সা থেকে ৭৪ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে ব্যাংকটির ১২ কোটি ৫৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসি প্রায় ৪ পয়েন্ট, লাফার্জহোলসিম ২ পয়েন্টের বেশি, ওয়ালটন হাইটেক প্রায় ২ পয়েন্ট, রেনেটা প্রায় ২ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্টের বেশি, বিএসআরএম লিমিটেড প্রায় ১ পয়েন্ট এবং বিকন ফার্মা ১ পয়েন্ট যোগ করেছে।
























