ঢাকা   শুক্রবার ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সিটি ব্যাংক পাচ্ছে ৭.৫ কোটি ডলারের বৈদেশিক ঋণ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ২ অক্টোবর ২০২৫

সর্বশেষ

সিটি ব্যাংক পাচ্ছে ৭.৫ কোটি ডলারের বৈদেশিক ঋণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি ব্যাংক বড় অংকের বৈদেশিক ঋণ সহায়তা পাচ্ছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে ব্যাংকটিকে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে। এর মধ্যে এআইআইবি দেবে ৫ কোটি ডলার এবং এনডিবি দেবে আড়াই কোটি ডলার।

ঋণের এই তহবিল দেশের বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ই-মোবিলিটি এবং ডিজিটাল উদ্ভাবনমূলক কার্যক্রমে ব্যয় করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থায়ন দেশের অবকাঠামো উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় অবদান রাখবে।


বৃহস্পতিবার (০২ অক্টোবর) সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি দুই আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিক ঋণ চুক্তি করেছে। চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, এআইআইবির ডিরেক্টর জেনারেল গ্রেগরি লিউ এবং এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও সিওও রোমান সেরভ, পাশাপাশি ডিরেক্টর জেনারেল বিন হান।

এ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সার্বভৌম গ্যারান্টি ছাড়া এআইআইবি’র এটিই প্রথম অন-লেন্ডিং সুবিধা।

সিটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঋণ দেশের বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরও তরান্বিত করবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ প্রদানের নতুন সুযোগ তৈরি হবে, যা বিদ্যুৎ ও পরিবহনসহ গুরুত্বপূর্ণ খাতে প্রকল্প বাস্তবায়নকে সহজ করবে।


সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এআইআইবি ও এনডিবির সঙ্গে এই দীর্ঘমেয়াদি অর্থায়ন অংশীদারিত্ব আমাদের প্রতি তাদের আস্থার প্রতিফলন। এর ফলে নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত হবে, যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও যোগ করেন, “এই সহযোগিতা আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকগুলোর চলমান প্রচেষ্টাকে আরও জোরদার করবে। টেকসই ও স্থিতিশীল অবকাঠামো ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা একসাথে কাজ করছি এবং সিটি ব্যাংকের অংশগ্রহণ এ উদ্যোগকে আরও শক্তিশালী করবে।”

সর্বশেষ