ঢাকা   সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

উৎপাদন বাড়াতে নতুন মেশিনারিজ কিনছে ইভিন্স টেক্সটাইলস

উৎপাদন বাড়াতে নতুন মেশিনারিজ কিনছে ইভিন্স টেক্সটাইলস

 শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন মেশিনারীজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি মূলত ডেনিম ফেব্রিক্সের উৎপাদন বৃদ্ধি করতে এই মেশিনারীজ ক্রয় করছে। এতে ব্যয় হবে প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।


কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে ডিএসইকে জানানো হয়। নতুন যন্ত্রপাতি স্থাপন ও কার্যক্রম শুরু হলে কোম্পানির উৎপাদন ক্ষমতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।