ঢাকা   সোমবার ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

শেয়ারবাজারে আরও একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

শেয়ারবাজারে আরও একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

 রবিবার (৩১ আগস্ট) ১৫ বছর মেয়াদি 15Y BGTB 27/08/2040 নামের আরেকটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে। এর ট্রেডিং কোড "TB15Y0840" এবং ডিএসই কোম্পানি কোড নং-৮৮৫৪২।


বন্ডটির ইস্যুয়ার বাংলাদেশ ব্যাংক। ইস্যু দর ৯৯.৬২ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। ১০ বছর মেয়াদি বন্ডটির কূপণ রেট ১০.২৮%।