ঢাকা   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আইপিও নিয়মে বড় পরিবর্তন আসছে? স্টেকহোল্ডারদের মুখোমুখি বসলো ডিএসই

আইপিও নিয়মে বড় পরিবর্তন আসছে? স্টেকহোল্ডারদের মুখোমুখি বসলো ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর আয়োজনে আজ (১৭ জুলাই) পুঁজিবাজারের উন্নয়ন ও আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) নীতিমালায় পরিবর্তন নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিএসই ট্রেনিং একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ডিপোজিটরি অ্যাকাউন্ট (ডিবিএ), মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, মাল্টিন্যাশনাল ও গ্রুপ অব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র পরিচালক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিএসই’র ভারপ্রাপ্ত এমডি মো. আসাদুর রহমান, ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিএমবিএ’র প্রেসিডেন্ট মাজেদা খাতুন, বিএপিএলসি’র নির্বাহী সদস্য মো. কায়সার হামিদসহ আরও অনেকে।

সভায় জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইপিও নীতিমালার সংস্কারে একটি প্রস্তাবনা হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নের আগে সব স্টেকহোল্ডারের মতামত নিচ্ছে। সেই লক্ষ্যে ডিএসই এই সভার আয়োজন করে।

সভায় লিস্টিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি আইপিও প্রক্রিয়ায় যেসব জটিলতা রয়েছে— যেমন অনুমোদনের দীর্ঘসূত্রিতা, বেশি খরচ, ব্লু-চিপ কোম্পানির জন্য আলাদা সুবিধার অভাব, স্টার্টআপ কোম্পানির সঠিক মূল্যায়ন পদ্ধতির অনুপস্থিতি—সেসব নিয়ে আলোচনা করেন।

বক্তারা আরও বলেন, তালিকাভুক্তির পর অতিরিক্ত কমপ্লায়েন্স খরচ ও করের সামান্য পার্থক্যের কারণে অনেক কোম্পানি বাজারে আসতে চায় না। তারা কোম্পানি আইন যুগোপযোগী করার পাশাপাশি স্টার্টআপ কোম্পানির জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেন।