ঢাকা   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শেফিল্ডে এমবিএতে বৃত্তি ও নানা সুযোগ

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৩, ২ জুলাই ২০২৫

শেফিল্ডে এমবিএতে বৃত্তি ও নানা সুযোগ

যাঁরা বিদেশে বিশেষ করে যুক্তরাজ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) পড়তে চান, তাঁদের জন্য নানা সুযোগ দিচ্ছে দেশটির শেফিল্ড বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্কুল ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের সঙ্গে এমবিএতে বৃত্তি দেবে। ম্যানেজমেন্ট স্কুলটি ২০২৫ সালের সেপ্টেম্বরে এমবিএ প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ সুযোগ রেখেছে। যুক্তরাজ্যের মতো দেশে এমবিএর টিউশন ফি অনেক বেশি। তাই ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ পেলে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কমবে। বৃত্তিটি শুধু সেসব শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যাঁরা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রস্তাব পেয়েছেন। এ বৃত্তি সরাসরি টিউশন ফিতে প্রযোজ্য হবে, কোনো নগদ অর্থ প্রদান করা হবে না।

আবেদনের মানদণ্ড-
শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আলাদা করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই

এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া সব আবেদনকারী এ সুযোগের জন্য বিবেচিত হবেন

আবেদনপত্র, জমা দেওয়া নথি এবং ভর্তির সাক্ষাৎকারে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে প্রার্থী

যে সব শিক্ষার্থী ইতিমধ্যে অন্য কোনো বৃত্তি বা আর্থিক সহায়তা পেয়েছেন, তাঁরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না

নির্বাচনপ্রক্রিয়া-
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্যানেল আবেদনকারীর এসওপি, রিকমেন্ডেশন লেটার এবং অন্য সহায়ক নথির ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। প্রার্থীদের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর (২০০ শব্দের মধ্যে) দিয়েও মূল্যায়ন করা হবে-

আপনি কেন এমবিএ করতে চান

আপনার শক্তি কী এবং কোন ক্ষেত্রে উন্নতি প্রয়োজন

শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ আপনার ক্যারিয়ার এগিয়ে নিতে কীভাবে অবদান রাখবে

পেশাদার নানা অর্জন আপনার ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ?

এসব প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করে আবেদনকারীর একটি স্কোর বরাদ্দ করা হবে।

বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন