ঢাকা   বুধবার ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

‘এটা ছবি নয়, সতর্কবার্তা’ — কেন বললেন অজয়?

‘এটা ছবি নয়, সতর্কবার্তা’ — কেন বললেন অজয়?

তেরো বছর আগে মুক্তি পেয়েছিল অজয় দেবগণের ‘সন অব সর্দার’। মুক্তির পর দারুণ দাড়াও ফেলেছিল হাস্যরসে ভরপুর এই সিনেমাটি। অবশেষে আসছে সিনেমাটির সিক্যুয়াল ‘সন অব সর্দার ২’।

আজ বুধবার সোশ্যালে ছবিটির একটি পোস্টার শেয়ার করে অজয় জানান দেন যে আগামী ২৫ জুলাই আসছে ‘সন অব সর্দার ২’।
সেই সঙ্গে পোস্টের ক্যাপশনে অজয় লিখেছেন, ‘এটা কোনো পারিবারিক ছবি নয়, আগামী ধামাকার ওয়ার্নিং।’
অজয়ের পোস্ট করা ছবিতে একদিকে যেমন সঞ্জয় দত্তকে দেখতে না পেয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা তেমন অন্যদিকে মুকুল দেবের স্মৃতিচারণাও করেছেন অনেকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন মুকুল দেব। এই ছবিটি মুকুলের শেষ ছবি।
বিজয় কুমার অরোরা পরিচালিত ‘সন অব সর্দার ২’ প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে, প্রবীণ তালরেজা এবং এন আর পাচিসিয়া। এতে অজয় ছাড়াও অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, জ্যোতি দেশপান্ডে, কুমার মঙ্গত পাঠক, বিজয় কুমার অরোরা, জয়দীপ সিং সিধু, দানিশ দেবগন প্রমুখ।