ঢাকা   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কঠিন রোগে আনুষ্কা!

বিনোদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০১:০৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০১:০৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

কঠিন রোগে আনুষ্কা!

বলিউড সুন্দরী অভিনেত্রী আনুষ্কা শর্মা। ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করে বেশ সুখে শান্তিতেই রয়েছেন। শোনা যাচ্ছে, অানুষ্কা `বালজিং ডিস্ক` নামে একটি সমস্যায় ভুগছেন। এই রোগের কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছেন বলি অভিনেত্রী।

জি-নিউজ জানায়, চিকিৎসকরা আনুষ্কাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে অানুষ্কা সেটা এক্কাবারেই পাত্তা দিচ্ছেন না। শিগগিরই মুক্তি পেতে চলেছে আনুষ্কা শর্মা-বরুণ ধাওয়ান অভিনীত `সুই ধাগা` ছবিটি। সিনেমাটির প্রচারণায় এদিন ওদিক ছুটে বেড়াতে হচ্ছে আনুষ্কাকে। তাই বিশ্রামটা প্রায় হচ্ছে না বললেই চলে।

`বালজিং ডিস্ক` মূলত স্নায়ুর সমস্যা। এর ফলে পিঠের নিচে ঘাড়ে প্রবল যন্ত্রণা হয়। পেশিতে টান ধরে। শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। আনুষ্কারও একই সমস্যা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি বিশ্রাম ও মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তবে অসুস্থতা নিয়ে অানুষ্কার মুখ থেকে এখনও কিছু শোনা যায়নি। তার বন্ধু-বান্ধবরাই শুধু অভিনেত্রীর এই সমস্যার কথা বলছেন।