ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ঢাবিতে নিন কম্পিউটার প্রশিক্ষণ

ঢাবিতে নিন কম্পিউটার প্রশিক্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট ওয়েবডিজাইন, ওয়েব প্রোগ্রমিংসহ, কম্পিউটারের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তি করছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। কোর্সের বিষয় : ক. Web Design Using HTML/CSS/Java Script & AJAX etc. খ. Web Programming using PHP/MySQL. গ. Office Application for Smart Office : Microsoft Office 2007 এর অন্তর্ভূক্ত Word, Excel, PowerPoint ব্যবহার ও কম্পিউটারে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় বিষয় সমূহ। ঘ. Web Application Development using WordPress : Content Management System (CMS) ব্যবহার করে Web Developer হিসেবে ক্যারিয়ার গড়ার লক্ষে Word Pressএর অন্তর্ভুক্ত প্রয়োজনীয় বিষয় সমূহ। আবেদনের যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস। বিস্তারিত জানার জন্য তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের ওয়েবসাইট www.iit.du.ac.bd অথবা তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের তথ্য কেন্দ্র (রুম নং ১০৬) অথবা মুঠোফোন : ০১৭৭৯ ৪৮২৯৯৪ নম্বরে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যাতিত) যোগাযোগ কারা যাবে।