facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৪

marcelbd

হঠাৎ চাহিদার তুঙ্গে দুই শেয়ারের


০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, ০১:২৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


হঠাৎ চাহিদার তুঙ্গে দুই শেয়ারের

পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ওঠানামায় লেনদেন চলছে। দুপুর ১টায় ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ৪০৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আর দর বেড়েছে ১৪৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৭৬টির ও অপরিবর্তীত রয়েছে ৭৩টির দাম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে আজ হঠাৎ করেই দুই কোম্পানির শেয়ার কিনতে এক শ্রেণির বিনিয়োগকারী মরিয়া হয়ে ওঠেন। এর ফলে কোম্পানি দুটির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়।

কোম্পানি দুটি হলো- শাইন পুকুর সিরামিকস ও উসমানিয়া গ্লাস। এর মধ্যে দুপুর ১টা ২০ মিনিটে শাইন পুকুরের শেয়ার দর ৯.৫২ শতাংশ বেড়ে ১৮ টাকা ৪০ পয়সায় ও উসমানিয়া গ্লাসের শেয়ার দর ৯.৯০ শতাংশ বেড়ে ৪৪ টাকা ৪০ পয়সায় লেন হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ