ঢাকা   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সাইফ মেরিটাইমকে অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেক

সাইফ মেরিটাইমকে অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেক

পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের পরিচালনা পর্ষদ দুবাইভিক্তিক কোম্পানি সাইফ মেরিটাইম এলএলসি শতভাগ অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাইফ মেরিটাইম এলএলসি অধিগ্রহণে কোম্পানির মোট ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা (৫ লাখ দিরহাম) ব্যয় হবে।

সাইফ মেরিটাইম এলএলসি ভারী ও হালকা ট্রাক দিয়ে পণ্য পরিবহন, মালবাহী ও যাত্রী পরিবহনের জন্য শিপিং লাইন, সমুদ্রে মালবাহী ও যাত্রী চার্টার পরিসেবা, কার্গো সেবা প্রদান, কাস্টমস ব্রোকার, কার্গো লোডিং ও আনলোডিং সেবা প্রদান, সমুদ্রগামী কার্গো সেবা, শিপিং কনটেইনার লোডিং ও আনলোডিং সেবা প্রদান, সমুদ্রগামী শিপিং লাইন এজেন্ট ও ফ্রেইট ব্রোকার হিসেবে কাজ করবে।

কোম্পানিটি অধিগ্রহণের পর এই ব্যবসা থেকে বছরে ২৫ কোটি ৯৮ লাখ টাকা আয় এবং ৩ কোটি ৮৯ লাখ টাক কর পরবর্তী নিট মুনাফা হবে বলে ধারণা করছে কোম্পানিটি।

শেয়ার বিজনেস24.কম