১১ মার্চ ২০২৫ মঙ্গলবার, ০৭:৫১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ এবং অপারেশনাল কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কান বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তারা এই আগ্রহের কথা জানান।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানসহ শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ঐরাসেকারা, শ্রীলঙ্কার ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে এবং চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ উপস্থিত ছিলেন। বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার ফারজানা লালারুখ অংশ নেন।
বৈঠকে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের দলটি বাংলাদেশ পুঁজিবাজারের বিনিয়োগ সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়ে তাদের উৎসাহ প্রকাশ করে। একই সঙ্গে তারা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।