ঢাকা   বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

লোকসান কমাতে সাফকো স্পিনিংয়ের নতুন সিদ্ধান্ত!

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৩, ১৩ এপ্রিল ২০২৫

লোকসান কমাতে সাফকো স্পিনিংয়ের নতুন সিদ্ধান্ত!

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ গত ফেব্রুয়ারিতে কোম্পানির লোকসান কমানোর জন্য তাদের কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল, এবং এখন সেই সিদ্ধান্তের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি পরিস্থিতির উন্নতি না হওয়ায় তারা আরও দুই মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইর তদন্ত দল ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শন করে তা বন্ধ দেখতে পায়। পরে ১২ ফেব্রুয়ারি কোম্পানিটি জানায়, তারা ১ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ রেখেছে এবং দুই মাসের মধ্যে পরিস্থিতি উন্নতি হলে উৎপাদন পুনরায় শুরু করবে। তবে সেই মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু হয়নি, বরং আবারও দুই মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সাফকো স্পিনিংয়ের ব্যবসায় ভয়াবহ পতন ঘটেছে। কোম্পানির আয়ের ১১৬ শতাংশ পতন হয়েছে, এবং শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে (৩.০৯) টাকা, যা গত বছরের একই সময়ে ছিল মুনাফা ২.৯৯ টাকা। এর ফলে শেয়ারপ্রতি পতন হয়েছে ৬.০৮ টাকা বা ২০৩ শতাংশ।

 

শেয়ার বিজনেস24.কম