০২ মার্চ ২০২৫ রবিবার, ০৭:৪৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪-এর বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের ( রোহিঙ্গা) মাঝে মাহে রোজা উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ করে।
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং MERCY Malaysia যৌথভাবে হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪-এ একটি সমন্বিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করে আসছে।
এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গাদের মাঝে মা ও শিশু পরিচর্যাসহ জরুরি স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাদ্য বিতরণ, পাবলিক হেল্থ ক্যাম্পেইন প্রদান করে আসছে। এ পর্যন্ত ৭ লাখের অধিক রোহিঙ্গা রোগীদের জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করেছে । গত ২০ ফেব্রুয়ারি থেকে Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) থেকে ক্যাম্প-১৪ হাকিমপাড়া, উখিয়া, কক্রবাজার এর স্থানীয় এবং রোহিঙ্গা জনসাধারনের ২৫০ পরিবারের মধ্যে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ করা শুরু করা হয়েছে যা পবিএ রমজান জুড়ে চলমান থাকবে। এ সময় ক্যাম্প-১৪ এর ক্যাম্প ইন চার্জ মোঃ ফারুক আল মাসুদ, কমিউনিটি ইনেশিয়াটিভ সোসাইটির (সিআইএস) প্রোগ্রাম ডিরেক্টর রঞ্জিত হালদার, প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ নাজমুল হুসাইন ও স্থানীয় জন প্রতিনিধি সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্যদ্রব্যদী বিতরণ কালে ক্যাম্প-১৪-এর ক্যাম্প ইন চার্জ মোঃ ফারুক আল মাসুদ ও উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা এই সেন্টারে পরিচালিত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।