facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ জুন সোমবার, ২০২৪

Walton

যশোরে YADEA-এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন


১০ জুন ২০২৪ সোমবার, ১২:১৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


যশোরে YADEA-এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

যশোরে উদ্বোধন হল ইয়াদিয়া এক্সক্লুসিভ শোরুম “ভেনাস অটোস“। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ডিরেক্টর মোঃ জহুরুল আলম, রানার অটোমোবাইলস পিএলসির ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ, হেড অব সেলস টি এম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত এবং ভেনাস অটোস -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস এম তানভীর রায়হান এবং হুমায়রা ইয়াসমিন।

রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন ভেনাস অটোস।

ইয়াদিয়ার পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী বলেন, “জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশ্বের সাথে তাল মিলেয়ে আমাদের দেশেও এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রেখে চলেছি। পরিবেশবান্ধব এই ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার চলবে আমাদের এই ইলেকট্রিক স্কুটার যা শহর এবং শহরের বাহিরের উভয় চালকদের জন্যই আদর্শ। যশোর এবং খুলনার সম্মানিত ক্রেতারা তাদের পছন্দের মডেলের YADEA ইলেক্ট্রিক স্কুটার আমাদের এই শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন।“

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: