facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

দরপতনের শীর্ষে এপিএসসিএল নন কনভার্টিবল পার্পেচ্যুয়াল বন্ড


১১ জানুয়ারি ২০২৫ শনিবার, ১০:১৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দরপতনের শীর্ষে এপিএসসিএল নন কনভার্টিবল পার্পেচ্যুয়াল বন্ড

বিদায়ী সপ্তাহে (০৪-০৯ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে এপিএসসিএল নন কনভার্টিবল পার্পেচ্যুয়াল বন্ড। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৫.১৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪ হাজার ১০০ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ হাজার ৩২ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর কমেছে ১০.২৬ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা।

৮.৪৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬৯ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮.২৯ শতাংশ, দুলামিয়া কটনের ৮.২৪ শতাংশ, কেয়া কসমেটিকসের ৭.৫৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৬.৬৩ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৬.২৩ শতাংশ, ডরিন পাওয়ারের ৬.১৭ শতাংশ এবং বিআইএফসির ৬.০২ শতাংশ দর কমেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: