ঢাকা   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঈদের ছুটির ইতি: কাল থেকে খুলছে অফিস, ঢাকায় ফিরছে জনস্রোত

চাকরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৩, ৫ এপ্রিল ২০২৫

ঈদের ছুটির ইতি: কাল থেকে খুলছে অফিস, ঢাকায় ফিরছে জনস্রোত

 

পবিত্র ঈদুল ফিতরের ৯ দিনের টানা ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তর।

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানিমুখী মানুষ। কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চঘাট ও গাবতলী, মহাখালী, সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে ঈদ শেষে ঢাকায় ফেরার ঢল নেমেছে।

বাসস জানায়, গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল অফিসের শেষ কর্মদিবস। এরপর ২৮ মার্চ শুক্রবার থেকে শুরু হয় ঈদের ছুটি, যা চলতে থাকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত।

চাঁদ দেখার ভিত্তিতে এবার ৩১ মার্চ (সোমবার) উদ্‌যাপিত হয় ঈদুল ফিতর। সরকারের নির্বাহী আদেশে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করায় পুরো ছুটির মেয়াদ দাঁড়ায় ৯ দিনে।

এই টানা ছুটি ঘোষণায় উপদেষ্টা পরিষদের অনুমোদন ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবরের প্রজ্ঞাপনে ছুটির দিনগুলো চূড়ান্ত করা হয়।

তবে ঢাকায় ফেরার পথে অনেক যাত্রীকে পড়তে হচ্ছে ভাড়া–বর্ধিত ভোগান্তিতে। প্রথম আলোর প্রতিবেদন বলছে, শুক্রবার রাজশাহী, বগুড়া, বরগুনা ও পাবনা থেকে ঢাকাগামী কিছু পরিবহনে ১০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়। পাবনায় সাতটি বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ৫৮ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

বরগুনা থেকে ঢাকাগামী টিকিটে ৩০০ থেকে ৪০০ টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগ রয়েছে। যেখানে সরকার নির্ধারিত ভাড়া ৭৩৭ টাকা, সেখানে ঈদের আগে ৬০০ টাকায় যাওয়া যাত্রীদের এখন গুণতে হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।

নির্ধারিত ভাড়া অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

 

শেয়ার বিজনেস24.কম