পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার শুধু শিরোপা নয়, মানবতার জয়ও চায় মুলতান সুলতানস। দলটি ঘোষণা দিয়েছে, পিএসএলে তাদের প্রতিটি ছক্কা ও উইকেটের বিপরীতে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি করে অনুদান দেবে তারা। এমন মহতী উদ্যোগের কথা জানিয়ে দলের মালিক আলী খান তারিন বলেন, “ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কা এবং বোলারদের প্রতিটি উইকেট ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাবে।”