মেসির ছায়ায় নয়, নিজেই আলো: ১৭ বছরের লামিনে ইয়ামালের বিস্ফোরক উত্থ
বার্সেলোনার আকাশে যেন নতুন এক নক্ষত্র উদয় হয়েছে—লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৭, কিন্তু পারফরম্যান্সে পেছনে ফেলেছেন মেসি–রোনালদোর শুরুর দিনগুলো। টিএনটি স্পোর্টস যেমন বলেছে, তুলনার জন্য নয়, বরং বোঝানোর জন্যই সংখ্যাগুলো হাজির করা—রোনালদোর ১৭ বছর বয়সে ৫ গোল, মেসির ১ গোল, আর ইয়ামালের ২২ গোল ও ৩৩ অ্যাসিস্ট!