গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস বলেছেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আনবে। তার মতে, কিছু প্রচলিত চাকরি হারিয়ে যাবে, তবে সৃষ্টি হবে একদম নতুন ধরনের পেশা। এ কারণে কিশোর-কিশোরীদের এখন থেকেই এআই শেখা শুরু করা উচিত। যারা প্রযুক্তিকে বুঝে এবং তা ব্যবহার করতে জানে, ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবে।