facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ সেপ্টেম্বর বুধবার, ২০২৪

marcelbd

৩০ জুন রূপালী ব্যাংকের এজিএম


২৪ জুন ২০১৬ শুক্রবার, ১২:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


৩০ জুন রূপালী ব্যাংকের এজিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ জুন অনুষ্ঠিত হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ হিসাব বছরে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৯ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৩৫ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন বেলা ১১টায় রাজধানীর আইডিইবি ভবনে রূপালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে।

ডিএসইতে গতকাল দিনভর এ শেয়ারের দর ২৩ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ২৪ টাকা ১০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ২৪ টাকা। এদিন ৩৯ বারে এ কোম্পানির মোট ৮ হাজার ৮৫০টি শেয়ারের লেনদেন হয়।

১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৪০ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে আছে ৯৭০ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৪ কোটি ৩৩ হাজার ৭৫০। এর মধ্যে বাংলাদেশ সরকার ৯০ দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২ দশমিক ৯৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ