ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বান্দরবন ভ্রমণ ৬ হাজার টাকায়

ভ্রমণ

প্রকাশিত: ২০:২৩, ৮ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবন ভ্রমণ ৬ হাজার টাকায়

ভ্রমণ পিপাসুদের জন্য মাত্র ছয় হাজার টাকায় বান্দরবান ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্যুর ডটকম ডটবিডি।
 
ঈদে নিয়ে এসেছে ভ্রমণ প্রেমীদের জন্য নানা ধরনের ঈদ ভ্রমণ প্যাকেজ। সাজিয়েছেন ঢাকা-বান্দরবান-ঢাকা ট্যুর প্যাকেজ। জনপ্রতি মাত্র ৬ হাজার টাকার ৩রাত/২দিনের এই স্পেশাল বান্দরবান ভ্রমণ প্যাকেজটি নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, স্বর্ণমন্দির এবং বান্দরবানের দর্শণীয় স্থান ঘুরে দেখাবে।

ফেসবুক বা কলসেন্টার কিংবা ওয়েবসাইটে গিয়ে দেয়া ভ্রমণ বুকিং। যাদের দেশের বাহিরে বা দেশে ভেতরেই অন্য কোনো স্থানে একক বা গ্রুপ ট্যুর করার ইচ্ছে তারাও অন্য সব প্যাকেজ দেখে ঈদে ভ্রমণ করতে পারেন। এই ঈদের ট্যুরের রয়েছে ঈদের নানা ধরনের স্পেশাল সার্ভিস এবং প্যাকেজ।

শেয়ার বিজনেস24.কম