facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৪

marcelbd

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে ট্রাম্পকে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান


১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৮:১৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে ট্রাম্পকে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই- ‘ট্রাম্প সাহেব, আমার বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেবেন। তা না হলে মানবতা ভুলুণ্ঠিত হয়ে যাবে। আপনি তাদের ফেরত দেন, আপনার প্রতি বাংলাদেশের মানুষের সম্মান আরও বেড়ে যাবে।’ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটরিয়ামে শুক্রবার দুপুরে সন্ধানীর কেন্দ্রীয় ৩৬তম ষন্মাসিক সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় মন্ত্রী বলেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই ইসলামের নামে দেশে জঙ্গিবাদ ছড়িয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। কিন্তু এ দেশে অপরাধ করে কোনো ছাড় পাওয়া যায় না। এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর ৫ খুনির ফাঁসি হয়েছে। বাকিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। যারা জঙ্গিবাদ ছড়াচ্ছেন, তাদেরও বিচার হবে।`

সভায় ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘অ্যাপ্রোন পড়লে আগে সেবা, পরে রাজনীতি। মনে রাখতে হবে, চিকিৎসকদের দায়িত্বটাই সবার আগে। মানুষের সেবা করার মানষিকতা না থাকলে চিকিৎসা পেশায় আসার দরকার নেই। কারণ মানুষকে সেবা করার মধ্যে দিয়েই মানুষের মহত্ব ফুটে ওঠে। রাজনৈতিক আন্দোলনের নামে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়াটাও কোনোভাবেই কাম্য নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘সন্ধানীর প্রতিটি কাজের সহযোগীতা করবে সরকার। সন্ধানীকে আগে অ্যাম্বুলেন্স দিয়েছি ঢাকায়। এবার দেব রাজশাহীতে। খুব তাড়াতাড়ি শিক্ষানগরী রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজও শুরু হবে। এরই মধ্যে বাইপাসে জমি দেখা হয়েছে। পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের প্রক্রিয়া চলছে। উপাচার্যও নিয়োগ হবে।’

নাসিম বলেন, `আওয়ামী লীগ সরকার দেশে একসঙ্গে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে নজির সৃষ্টি করেছে। সম্প্রতি ১০ হাজার নার্সও নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০০ নার্স রাখা হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে।`

সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি জাহারুল হোসাইন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ডা. একেএম সালেক, মহাসচিব ডা. জয়নাল আবেদিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. এসআর তরফদার, রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নওশাদ আলী প্রমুখ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: